বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি আগামীকাল,পরের সপ্তাহে আ.লীগের উপকমিটি ঘোষণা
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Friday, 13 November, 2020 at 4:34 PM

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শনিবার (১৪ নভেম্বর) বিকেলে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। শুক্রবার (১৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, আমরা আমাদের সহযোগী সংগঠনের কমিটিগুলো এরমধ্যে দিয়ে দিয়েছি। শুধুমাত্র বাকি ছিল যুবলীগ। আগামীকাল বিকেলে আমরা যুবলীগের কমিটি দিয়ে দেবো এবং আগামী সপ্তাহে আমরা আমাদের কেন্দ্রীয় সাব-কমিটিগুলো দিয়ে দেবো, নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন।  

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ঘোষণার বিষয়ে তিনি আরও বলেন, সাব-কমিটির চেয়ারম্যান কয়েকজন বাকি ছিল, চারজন অলরেডি হয়ে গেছে। কমিটিগুলো বেশিরভাগ জমা হয়েছে। দুই তিনটা বাকি আছে এগুলো আমরা আগামী সপ্তাহে দিয়ে দেবো। আমাদের জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের যেসব সম্মেলন হয়নি সে সব সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব সম্মেলন হয়ে গেছে কমিটিগুলো আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা খোঁজখবর নিচ্ছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ বাকি আছে,      এগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, শিগগিরই আমরা দিয়ে দেবো সব কমিটি। এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রমুখ।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি