শিরোনাম: |
ছিনতাইয়ে বাধা দেয়ায় মাইক্রোবাস চাপা দিয়ে ব্যবসায়ীকে হত্যা
|
![]() রংপুরে ছিনতাইয়ে বাধা দেয়ায় মাইক্রোবাস চাপা দিয়ে এক গরু ব্যবসায়ীকে হত্যা করে পালিয়েছে একদল দুষ্কৃতকারী। এ ঘটনায় আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকের এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিন ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুষ্কৃতকারী। গুরুত্বর আহত ভটভটি চালক সাজু মিয়া জানান, কয়েকজন গরু ব্যবসায়ীকে নিয়ে কুড়িগ্রামের বড়বাড়ি হাটে গরু বিক্রি করে তারা নিজেদের গ্রাম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলেয়ায় ফিরছিলেন। মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ ও বলদীপুকুরের মাঝামাঝি একটি স্থানে একটি মাইক্রোবাস তাদের গতি রোধ করে। ৮ থেকে ৯ জন লোক মাইক্রোবাস থেকে নেমে এসে নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাদের পরিচয় ও কাগজপত্র যাচাই করে। এ সময় তিন জনের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা কেড়ে নিয়ে তারা চলে যেতে চাইলে গরু ব্যবসায়ীরা মাইক্রোবাসটি আটকানোর চেষ্টা করেন। কিন্তু দুষ্কৃতকারীরা সাদেক বাদশা নামে এক গরু ব্যবসায়ীকে চাপা দিয়ে এবং সাজুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে সঙ্গে থাকা অন্যান্য ব্যবসায়ীরা স্থানীয় লোকজনের সহায়তায় বাদশা ও সাজু মিয়াকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃদুল রায় বাদশারকে মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অপরাধীদের ধরতে প্রয়োজনীয় তৎপরতা এরই মধ্যে শুরু হয়েছে। |