বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
বাইডেনের শপথ অনুষ্ঠানের দায়িত্ব থাকা ১৫০ সেনা করোনায় আক্রান্ত
Published : Saturday, 23 January, 2021 at 4:14 PM

আন্তর্জাতিক ডেস্ক ॥
প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের নিরাপত্তা দিতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে দায়িত্বে থাকা ন্যাশনাল গার্ডের ১৫০ থেকে ২০০ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের। গত ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের দাঙ্গার পর শহরজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয় মার্কিন সরকার। এর মধ্যে ধারালো তারের বেড়া এবং ন্যাশনাল গার্ডের সদস্যের সমন্বয়ে চেকপয়েন্ট অন্যতম ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, করোনা আক্রান্ত হওয়া ন্যাশনাল গার্ডের সদস্যদের সংখ্যা বাড়তে পারে। তবে গত কয়েকদিন ধরে শহরে নিরাপত্তার দায়িত্বে থাকা ২৫ হাজার সদস্যের মধ্যে আক্রান্তের এই সংখ্যাটা খুবই কম। টানা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও যুক্তরাষ্ট্রে ৪ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। সরকারি তথ্যের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ করোনায় মারা গেছে।

এদিকে ন্যাশনাল গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা করোনাভাইরাসে আক্রান্ত হওয়াদের বিষয়ে কিছু বলবে না। তবে তাদের সদস্যরা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গাইডলাইন মেনেই কাজ করেছেন। এমনকি শহরে পৌঁছানোর আগে তাদের তাপমাত্রা পরীক্ষা এবং প্রশ্নউত্তর জমা দিতে হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, হাজার হাজার সেনাসদস্যের শহর ছাড়ার জন্য ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। আগামী ৫-১০ দিনের মধ্যে প্রায় ১৫ হাজার সেনাসদস্য ওয়াশিংটন ছাড়বে বলেও জানিয়েছে তারা। তবে এ মাসের শেষ পর্যন্ত ন্যাশনাল গার্ডের প্রায় ৭ হাজার সদস্য শহরে থাকবে বলে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি