শিরোনাম: |
বিদ্যালয়ে ইয়াবা সেবন করে হাতেনাতে ধরা প্রধান শিক্ষক
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে প্রধান শিক্ষক মাসুদ রাতে বিদ্যালয়ে নিজ কক্ষে সময় কাটান। বিষয়টি স্থানীয়রা আঁচ করতে পারেন। এ পরিপ্রেক্ষিতে সোমবার রাতে তারা আগ থেকেই ওঁৎ পেতে ছিলেন। রাত প্রায় ৮টার দিকে মাসুদ বিদ্যালয়ে এসে কক্ষে ঢুকে ইয়াবা সেবন করছিলেন। একপর্যায়ে এলাকাবাসী কক্ষে ঢুকে হাতেনাতে ইয়াবা সেবনকালে তাকে আটক করে। এসময় কক্ষ থেকে প্লাস্টিকের বোতল ও কর্কসহ ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন জানান, জরুরি সভায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। |