শিরোনাম: |
বই মেলায় হাজারীর আত্মজীবনী
|
![]() ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় প্রেসক্লাবের জনাকীর্ণ কক্ষে বাংলাভাষার শ্রেষ্ঠ কলামিস্ট আবদুল গফ্ফার চৌধুরী আমি জয়নাল হাজারী বলছি বইটির মোড়ক উম্মোচণ করেছিলেন। এখানে বহু গুণিজ্ঞাণী ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গফ্ফার চৌধুরী বইটির উপর ব্যাপক আলোচনা করেন। ২০১০ সালের বই মেলায় বইটির ব্যাপক কার্তি হয়েছিল। ওই বছরই বইটি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, দুবাই ও সৌদি আরবে বিপুল সংখ্যক বই বিক্রি হয়েছিল। কলকাতার বই মেলাতেও বইটি আলোচনায় ছিল। গত বছর বাংলা একাডেমির বই মেলায় পূর্ণরায় আত্মপ্রকাশ করে। গতবছরের প্রচার ও প্রসারের কারণে এবারও বাংলা নামা প্রকাশনী বইটি প্রকাশ করে তাদের ০৭ নং স্টলে উপস্থাপণ করেছেন। |