শিরোনাম: |
বাংলাদেশিদের জন্য দক্ষিণ কোরিয়া শ্রমবাজার খুলল
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রদূত লি বাংলাদেশ সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন। প্রবাসীকল্যাণমন্ত্রী কোরিয়া সরকারের এই সিদ্ধান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রমিকদের কোরিয়ায় প্রবেশ সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য কোরিয়া কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতারও আশ্বাস দেন ইমরান আহমেদ। ২০০৮ সাল থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিয়েছে কোরিয়া সরকার। এই কর্মসূচির আওতায় প্রতি বছর ২-৩ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে যাচ্ছেন। বর্তমানে এই কর্মসূচির আওতায় প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কর্মী আছেন কোরিয়ায়। |