শুক্রবার, ১৯ এপ্রিল, 2০২4
অধিনায়কত্ব পেলেন শাহিন আফ্রিদি
Published : Tuesday, 21 December, 2021 at 7:30 PM

ক্রীড়া ডেস্ক ॥
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের আসন্ন মৌসুমে লাহোর কালান্দার্সের অধিনায়কত্ব করবেন বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। গত দুই আসরে লাহোরের অধিনায়ক ছিলেন সোহেল আখতার। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ২১ বছর বয়সী শাহিন। সিনিয়র ক্রিকেটে এবারই প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে চলেছেন এ বাঁহাতি পেসার। আর আগে সবশেষ ২০১৬ সালে অনূর্ধ্ব-১৬ পিসিবি ক্রিকেট স্টারস টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছিলেন শাহিন। প্রায় পাঁচ বছর পর দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি। বিশ্ব ক্রিকেটে গত দুই বছর ধরে রাজ করছেন শাহিন। পাকিস্তানের হয়ে এরই মধ্যে ২১ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩৯ টি-টোয়েন্টি খেলে মোট ১৮৪ উইকেট শিকার করেছেন তিনি। ২০১৮ সালের আসর থেকে লাহোরে খেলছেন তিনি। এ দলের হয়ে ৩৭ ম্যাচে রেকর্ড ৫০ উইকেট রয়েছে শাহিনের। এ তরুণ পেসারকে অধিনায়কত্ব দেওয়ার খবর জানিয়েছেন লাহোর কালান্দার্সের মালিক ও ম্যানেজার সামিন রানা। তিনি ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, ‘শাহিন আমাদের সম্পদ এবং আমাদের ভালো-খারাপ সময়ে সর্বদা পাশে ছিল।’ তিনি আরও যোগ করেন, ‘আমার এখনও মনে আছে, ২০১৮ সালে ১৮ বছরের এক তরুণ লাহোর কালান্দার্সে এলো প্রথমবারের মতো। এরপর থেকে সে নিজেকে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে উন্নীত করেছে। নিজের পাশাপাশি আমাদের দলকেও এগিয়ে নিয়ে গেছে শাহিন। আমার মতে, এখন তাকে নেতৃত্বদানের সুযোগ দেওয়ার সেরা সময়।’


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি