শিরোনাম: |
কুমিল্লা নাঙ্গলকোটে ২১ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ
|
![]() কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডা ইউনিয়নের নশরতপুর গ্রামের উত্তর পাড়া ২১ পরিবারের চলাচলের রাস্তা দীর্ঘ তিন মাস ধরে বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে ওই গ্রামের হাফেজ আহমেদ মুন্সী ,আব্দুল কাদের মুন্সী ও মমিন মুন্সির বিরুদ্ধে। এ নিয়ে একাধিক বার গ্রাম্য শালিস বৈঠক হলেও কোন সমাধান করা হয়নি। স্থানীয় সিদ্দিকুর রহমান, আবদুল মান্নান, অহিদুর রহমান, আব্দুল খালেক বলেন -গত তিন মাস ধরে হাফেজ আহমেদ মুন্সী গংরা এলাকার প্রায় ২শ মানুষের চলাচলের পথে টিনের ব্যাড়া দিয়ে চলাচল পথ বন্ধ করে দেয়। এবিষয়ে অভিযোগ উঠে ব্যাক্তি মমিন বলেন -তিনি এখন ব্যাস্ত আছেন। পরে জানাবেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন -এখনোও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। |