শিরোনাম: |
ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() জানা যায়, উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ক্রিকেট খেলতে যান যুবলীগ নেতা খাইরুল মীরের ছেলে। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী নয়ন শেখের ভাইয়ের সঙ্গে তার সেখানে তর্কাতর্কি হয়। পরে ছাত্রলীগ নেতা নয়ন মীরের ছেলেকে মারধর করেন। রাত সোয়া নয়টার দিকে কয়েকজন নয়নকে ধরে বেধড়ক পিটুনি দিয়ে একটি পুকুরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি যেন অবনতি না হয় সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। |