শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
এবার নির্বাচন ছাড়লেন পরীমনি, কারণ জানলে বাহবা দেবেন আপনিও
বিনোদন প্রতিবেদক,
Published : Sunday, 16 January, 2022 at 8:12 PM

মনোনয়নপত্র কিনেও ইতোমধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন অসংখ্য ছবির সহ-অভিনেত্রী নাসরিন। আসন্ন নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কার্যনির্বাহী সদস্য পদে লড়তে চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার আগেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবার নাসরিনের পথে হাটলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনিও।

আগামী ২৮ জানুয়ারি শিল্পী সমিতির ১৭তম নির্বাচনে এই অভিনেত্রীও কার্যনির্বাহী পদে লড়তে চেয়েছিলেন। এক ধাপ এগিয়ে পরীমনি গত বুধবার মনোনয়নপত্র জমা দেন এবং চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নামও আসে। ইলিয়াস কাঞ্চন ও নিপুণদের প্যানেল থেকে তিনি প্রার্থী হয়েছিলেন। কিন্তু শনিবার পরীমনি জানিয়ে দিলেন, তিনি নির্বাচন করছেন না।

কিন্তু কেন সরে দাঁড়ালেন অভিনেত্রী? এ প্রসঙ্গে পরীমনি গণমাধ্যমকে বলেন, ‘আমি মা হতে চলেছি। ডাক্তার আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে চলেছেন। আমার অনাগত সন্তানের জন্মের আগে আমি কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। নির্বাচন করতে গেলে মিনিমাম সময় দেওয়া লাগে। কিন্তু সেই সময়টা আমি এই মুহূর্তে দিতে পারছি না। তাই সরে দাঁড়িয়েছি।’

‘আমি মা হচ্ছি। আমার শারীরিক অবস্থা ভালো না। গতকাল রাত পর্যন্ত আমি শুটিং করেছি। ডাক্তার আমাকে পুরোপুরি বিশ্রামের পরামর্শ দিয়েছেন। অনাগত সন্তানের কথা ভেবে তাই আমি কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। নির্বাচনে আমি একদমই সময় দিতে পারছি না। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

পরীমনি আরও বলেন, ‘নির্বাচনের আগেই আমার চিকিৎসার জন্য ভারতে যেতে হবে। আমাদের প্যানেলের প্রার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদেরকে আমার শারীরিক অবস্থার কথা জানিয়েছি। এরপর নিজের ইচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এছাড়া নায়িকার স্বামী অভিনেতা শরিফুল রাজও জানিয়েছেন যে, শারীরিক পরিস্থিতি বিবেচনায় পরীমনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয়টি নিয়ে ইলিয়াস-নিপুণ প্যানেলের সহ-সাধারণ সম্পাদক প্রার্থী নায়ক সায়মন সাদিক গণমাধ্যমকে বলেছেন, ‘পরীমনি তার শারীরিক অবস্থা ও সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছেন। আমরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলব। তিনিই বাকি সিদ্ধান্ত নেবেন। যদিও মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ।’

এদিকে, এবার শিল্পী সমিতির নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা অভিনেতা পীরজাদা হারুনও বলেছেন একই কথা। তিনি বলেন, ‘এখন আর প্রার্থীতা প্রত্যাহার করার কোনো সুযোগ নেই। তবে পরীমনি চাইলে নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারেন।’

গত ১০ জানুয়ারি আচমকাই পরীমনি ফেসবুকের মাধ্যমে জানান, তিনি মা হতে চলেছেন। জানান সন্তানের বাবার পরিচয়ও। তিনি পরীমনির ‘গুনিন’ ছবির নায়ক শরিফুল রাজ। পরে নায়িকা জানান, তারা গত ১৭ অক্টোবর বিয়ে করেছেন। হতে যাচ্ছেন মা। অনাগত সেই সন্তানের জন্যই ছাড়লেন শিল্পী সমিতির নির্বাচন।





সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি