শিরোনাম: |
ছেঁড়া ৫০০ টাকার নোট পাল্টাতে দিয়ে লাখ টাকা নিয়ে চম্পট
|
![]() জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী রাশিদা বেগম অগ্রণী ব্যাংক বোয়ালমারী শাখায় নিজ একাউন্ট থেকে এক লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলন করার সময় তার পাশে থাকা একজন অপরিচিত লোক টাকা গুনে দেওয়ার সময় একটি ছেঁড়া ৫০০ টাকার নোট দিয়ে ক্যাশ কাউন্টার থেকে পাল্টিয়ে আনতে বলেন। ওই নারী নোটটি পরিবর্তন করে এসে দেখে সেই লোক আর নেই। এ সময় চোর একটি বাটন মোবাইল ফেলে গেছে। রাশিদা বেগম বলেন, আমি বিশ্বাস করে ব্যাংকের মধ্যেই তাকে টাকাগুলো গুনতে দিই। কিন্তু মাত্র দু-এক মিনিটের ব্যবধানে এমন কাজ করবে মাথায় আসেনি। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছি। চোরের ফেলে যাওয়া মোবাইল এবং ব্যাংকের সিসিটিভির ফুটেজ অভিযোগের সঙ্গে জমা দিয়েছি। অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো. রেজাউল শেখ বলেন, শুনেছি এক গ্রাহক টাকা তুলে একজন অপরিচিত লোক দিয়ে টাকা গোনাচ্ছিলেন। পরে ওই টাকা নিয়ে লোকটি পালিয়ে গেছে। তিনি আরও বলেন, গ্রাহক রাশিদা বেগম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চোরের ফেলে যাওয়া মোবাইল এবং ব্যাংকের সিসিটিভির ফুটেজ অভিযোগের সঙ্গে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। |