শিরোনাম: |
করোনা: ফেনীতে ২৪ ঘন্টায় ৬২ জন নতুন শনাক্ত
|
![]() ফেনীতে করোনাভাইরাসে ২৪ ঘন্টায় ৬২ জন নতুন শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার ২৬৪টি নমুনা পরীক্ষা করে আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ২৩.৪৮%। নতুন ৬২ জনসহ শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৩৪ জন। রোববার বিকেলে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের এক সূত্র জানায়, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ RT-PCR ল্যাবে ফেনী জেলার ২০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া ফেনী সদর হাসপাতালে ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৩টি নমুনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। সর্বমোট ২৬৪টি নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় রোববার ফেনীতে নতুন করোনা আক্রান্ত রোগী ৬২ জন (পিসিআর পজিটিভ ৪৪, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পজিটিভ ১৮)। নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ২৯ জন, দাগনভূঁঞায় ১৪, পরশুরামে ৯ জন, ছাগলনাইয়ায় ৮ জন ও সোনাগাজীতে ২ জন রয়েছে। সিভিল সার্জন ডা. রফিক উস সালেহীন জানান, রোববার পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৩৫ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় কর্মরত সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনসহ মোট ১৫২ জনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, ফেনীতে ২০২০ সালের ১৬ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। কোভিড-১৯ শনাক্ত’র সংখ্যা ১ থেকে ৫শ ছাড়াতে সময় লাগে ৭৬ দিন। পরের ৫শ ব্যক্তি সংক্রমিত হতে সময় লাগে ২৬ দিন। আর পরবর্তী ৫শ ব্যক্তি সংক্রমিত হতে লাগে ৩৫ দিন সময়। চার মাসের মাথায় সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৫শ অতিক্রম করে। |