শিরোনাম: |
সাউথ আফ্রিকা সিরিজেও খেলবেন সাকিব
|
![]() দক্ষিণ আফ্রিকা সফরে খেলবেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেয়ার পর বোর্ডের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন সাকিব। শনিবার (১২ মার্চ) দুপুরে বিসিবি কার্যালয়ে সাকিব আল হাসানের সাথে এক জরুরি বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা জানান, সবগুলো ফরমেটেই খেলবেন সাকিব। দক্ষিণ আফ্রিকা সিরিজেও থাকবেন তিনি। আগামীকাল রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবেন সাকিব। সাংবাদিকদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, সাকিব সবগুলো ফরমেটেই খেলতে চায়, এবং এতে বোর্ডেরও কোনো আপত্তি নেই। সাকিব চুক্তি অনুযায়ী সবগুলো ফরমেটেই খেলবে। পাপন বলেন, এর আগে জানা গিয়েছিলো যে সাকিব ফিজিক্যালি-মেনটালি কিছুটা ডিস্টার্বড। এটা যে কারোরই যেকোনো সময়ই হতে পারে। ওরও হয়েছে, তাই ওর সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছিলো। গত পরশুদিন ওর সাথে আমার লম্বা সময় ধরে আলোচনা হয়েছে, ও বলেছে যে ও সবগুলো ফরমেটেই খেলতে ইচ্ছুক, সাউথ আফ্রিকা সিরিজসহ। আমি ওকে বললাম, আজকে রেস্ট নাও। ঠাণ্ডা মাথায় আরও চিন্তা করে আমাকে জানিয়ো। তো গতকাল আমাকে ফোন করে বললো যে ও এই সিরিজেই খেলতে চায়। এটা শুনে আমি ওকে আজকে বোর্ডে আসতে বলেছিলাম। আমরা সবাই মিলে বসলাম আলোচনায়। সাংবাদিকদের উদ্দেশে পাপন বলেন, আপনারা এটাকে স্পোর্টিংলিই নেন। দেখুন এটা নিয়ে এত স্পেকুলেশনের কিছু নেই। কোনো খেলোয়াড়ের অসুবিধা থাকতেই পারে। এটা খেলারই অংশ, এমনটা সারা পৃথিবীতেই হয়। আমাদের সবারই উচিৎ সাকিবকে সাপোর্ট দেয়া। ওকে মানসিকভাবে শক্তি যোগানো উচিৎ আমাদের। ওকে নিয়ে যেসব টকশো বা লেখালেখি হচ্ছে সেগুলো বন্ধ করা উচিৎ, এগুলো কারো জন্যই ভালো না। একটা জিনিস মনে রাখবেন যে, সাকিব-তামিম-মাশরাফি-মুশফিক-রিয়াদ অনেক কিছু করেছে দেশের জন্য, অনেক কিছু দিয়েছে দেশকে। আমরা সবসময়ই ওদের সাথে আছি, সামনেও থাকবো। |