শিরোনাম: |
এমপি বাহারের নির্বাচনী প্রচারণা নিয়ে হাইকোর্টের রুল ফলে আইন অনুযায়ী কোনো বাধা নেই
|
![]() কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন নিয়ে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের প্রচারণা না চালানোর নির্দেশনা কেন অবৈধ ও বে-আইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের বিষয়ে প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (৮ জুন) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও কাজি জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এ রুল জারির ফলে আইন অনুযায়ী নির্বাচনী প্রচারণা চালাতে কোনো বাধা নেই। এবার কুসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হলেন আরফানুল হক রিফাত। আ ক ম বাহাউদ্দিন কুমিল্লা-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য। গত ৬ জুন আ ক ম বাহাউদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছিলেন কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু। রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরীর কাছে এই চিঠি দেওয়া হয়। চিঠিতে বাহাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী এলাকায় অবস্থান, দলীয় কার্যালয় ও বিভিন্ন হল ব্যবহার করে মহানগর, আদর্শ সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের নিয়ে সভা, প্রচার-প্রচারণার অভিযোগ করা হয়। একই সঙ্গে অভিযোগ আনা হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম চালানোর। এরপর নির্বাচন কমিশন থেকে প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা না চালানোর নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়। ওই আবেদন শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত। |