শিরোনাম: |
ফুলগাজীতে আ.লীগ নেতার নেতৃত্বে গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা
|
![]() ফেনীর ফুলগাজীর পশ্চিম বসন্তপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দরবারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক বলরামের নেতৃত্বে কুপিয়ে এক গৃহবধূসহ ৩ জনকে জখম করা হয়েছে। এ ঘটনায় শনিবার বিকালে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গুরুতর আহত গৃহবধূ ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত রীনা রানী ও তার পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আসামি দিলীপ শীল, শিমুল শীল তাদের গাড়ি চলাচলের জন্য স্থানীয় ইউপি সদস্য বলরামকে সঙ্গে নিয়ে অনিল শর্মার ঘরের সামনে ইট বিছিয়ে গাড়ি চলাচলের রাস্তা তৈরি করতে চেষ্টা চালায়। এ সময় অনিল শর্মা ও তার কলেজপড়ুয়া ছেলে সঞ্জয়ের বিরোধিতা করলে শিমুল শীল, বলরাম গোপ ও দিলিপ শীল তাদের পিটিয়ে জখম করে। এ সময় রীনা রানী এগিয়ে এলে বলরামের নির্দেশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকেও গুরুতর আহত করে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার বলেন, বলরামের বিরুদ্ধে প্রতিদিন অভিযোগ আসছে। দলের শৃঙ্খলা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। থানার ওসি মঈন উদ্দিন জানান, অভিযোগ তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। |