শনিবার, ২৩ সেপ্টেম্বর, 2০২3
সাংবাদিক গাজী হানিফ'কে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
Published : Friday, 5 August, 2022 at 7:10 PM

সোনাগাজী প্রতিনিধি ॥
ফেনীর সোনাগাজী উপজেলাধীন মুহুরী প্রজেক্ট এলাকায় জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা দখল করায় সাবেক এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক অগ্রসর পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি গাজী মোহাম্মদ হানিফ'কে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সোনাগাজীতে কর্মরত সাংবাদিকগণ মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ করে। শুক্রবার (৫ আগস্ট) বিকেলে সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

দৈনিক ইনকিলাব প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন কাঞ্চন'র সভাপতিত্বে ও সাপ্তাহিক বৈকালি'র নির্বাহী সম্পাদক এম ইকবাল হোসাইন'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন - দৈনিক সমকাল প্রতিনিধি আবুল হোসেন রিপন, দৈনিক দেশ রুপান্তর ও ইউএনবি প্রতিনিধি সফিউল্লাহ রিপন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি শরিয়ত উল্যাহ রিপাত, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি জহিরুল হক খাঁন সজীব, দৈনিক মানবজমিন প্রতিনিধি কাওছার মাহমুদ,দৈনিক স্টারলাইন প্রতিনিধি এস এন আবছার সোহাগ, ডেইলি ইন্ডাস্ট্রি প্রতিনিধি শহীদুল ইসলাম শাহ শহীদ, দৈনিক আজকের সংবাদ প্রতিনিধি নাছির উদ্দিন, সাপ্তাহিক জনপ্রিয় স্টাফ রিপোর্টার নুরুল আলম মহব্বত, দৈনিক একুশে সংবাদ প্রতিনিধি মহিউদ্দিন খোকন।  পৌর কাউন্সিলর শেখ আবদুল হালিম মামুন। সাহিত্যিক শেখ ফরিদ রিপন, কলামিস্ট কমরেড আবু তাহের, প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ হানিফ প্রমূখ।

বক্তাগণ চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিক গাজী হানিফ'র বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান।


প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি