শনিবার, ২৩ সেপ্টেম্বর, 2০২3
আগামী সংসদ নির্বাচন সংখ্যালঘুদের বয়াবহ সময়-তাই ঐক্য গড়ে তোলা জরুরী
Published : Saturday, 13 August, 2022 at 8:17 PM

 ফেনী প্রতিনিধি ॥
 ফেনী সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্যপরিষদের ১২ ইউনিয়নের প্রতিনিধিদের বর্ধিত সভায় বক্তারা বলেন আগামী ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে সংখ্যা লঘুদের জন্য একটি বয়াবহ সময়। এখন থেকে পাড়ায় মহল্লায়অর দলা-দলী নয়। গড়ে তুলতে হবে স্থানীয় ঐক্য। সকল পাড়া মহল্লায় পাঞ্চাত কমিটি গড়ে তুলতে হবে। শুক্রবার রাতে ফেনী জয় কালী মন্দির প্রাঙ্গনে ফেনী সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্যপরিষদের বর্ধিত এ সভা অনুষ্ঠিত হয়।
ফেনী সদর উপজেলা কমিটির সভাপতি পুলিন নাথের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক যতন মজুমদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান,ফেনী সদর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা পূজা পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি জেলা সংখ্যালঘু সম্পদায়ের ঐক্যের প্রতিক সাংবাদিক শুকদেব নাথ তপন,সাধারন সম্পাদক লিটন সাহা,সহ-সভাপতি অ্যাডভোকেট সমির চন্দ্র কর,মাষ্টার হীরালাল চক্রবর্তী,শিব প্রশাদ মজুমদার, অ্যাডভোকেট মানিক চন্দ্র শর্শ্মা, ইঞ্জিনিয়ার তপন দাস, সম্ভূ বৈম্ভ,গনেশ ভৌমিক, ফেনী সদর উপজেলা মহিলা ঐক্য পরিষদের আহবায়ক মাষ্টার শিউলী রানী ভৌমিক, শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক অধ্যাপক পরমেশ দাস,যুব ঐক্যের সদস্য সচিব অ্যাডভোকেট শিপন বিশ^ার্স, ফেনী সদর উপজেলা বমিটির সদস্য সচিব টিটু দত্ত,ইউনিয়ন প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন মোটবী ইউনিয়ন কমিটির সভাপতি মাষ্টার মন্দ্রি কুমার নাথ,ধর্মপুর ইউনিয়ন কমিটির সভাপতি তপন কুমার বৈদ্য,ধলিয়া ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক আজিত চক্রবর্তী ও পাঁচগাছিয়া ইউনিয়ন মষ্টার সুভাষ চন্দ্র বিশ^াস প্রমুখ।
বক্তারা বলেন সারা দেশে সংখ্যালঘু সম্পদায় দিন দিন হৃসপাচ্ছে। এবার আদাম সুমারীতে ৫% সংখ্যালঘু দেখানো হয়েছে। তাই আমাদেরকে রক্ষাকরতে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই। তাই আমরা সকল বিবেদ ভুলে ঐক্য ঘড়ে তুলি।





প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি