শিরোনাম: |
লড়াই করে ৫ রানে হারলো বাংলাদেশ
|
![]() লড়াই করে মাত্র ৫ রানে হারলো বাংলাদেশ। তীরে এসে আবারও তরী ডুবলো। টস হেরে ব্যাটিং করতে নেমে ভারত ১৮৪ রান করে। রান তাড়ায় নেমে লিটনের ঝড়ো ফিফটিতে বাংলাদেশ দারুণ শুরু করে। ৭ ওভারে ৬৬ রান তোলার পর আসে বৃষ্টি। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১। ৫৪ বলে ৮৫। হাতে ১০ উইকেট থাকলেও নিতে পারেনি বাংলাদেশ। বৃষ্টি শেষে লিটনের রান আউটের পর থেকেই এলোমেলো বাংলাদেশের ব্যাটিং। মাত্র ৯ রানে হারায় ৪ উইকেট। শেষ দিকে নুরুল হাসান সোহান থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে বল ডট দিয়ে কঠিন করে তোলেন। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২০। বাংলাদেশ নেয় ১৪ রান। মাত্র ২৭ বলে সর্বোচ্চ ৬০ রান করেন লিটন। সোহান ১৪ বলে ২৫ ও তাসকিন ৭ বলে ১৩ রান নিয়ে অপরাজিত ছিলেন।এই জয়ে গ্রুপ-২ থেকে সেমিফাইনাল একপ্রকার নিশ্চিত করলো ভারত। ৪ ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করে তারা অবস্থান নিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে দ্বিতীয় স্থানে। আর ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। সংক্ষিপ্ত স্কোর: ভারত: ২০ ওভারে ১৮৪/৬ বাংলাদেশ: ১৬ ওভারে ১৪৫/৬ ফল: ভারত বৃষ্টি আইনে ৫ রানে জয়ী। ম্যাচসেরা: বিরাট কোহলি। |