শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
বেনাপোল দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ
যশোর প্রতিনিধি॥
Published : Saturday, 4 February, 2017 at 9:41 PM



ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী দুটি সংগঠনের মধ্যে বিবাদের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে।

শনিবার সকাল থেকে ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে বেনাপোল বন্দরে।

যে কারণে সকাল থেকে কোনো পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে ঢুকতে পারেনি।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস ও স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়। আমদানি বন্ধ থাকায় ভারতের পেট্রাপোলে আটকা পড়েছে শত শত পণ্যবোঝাই ট্রাক।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস ও স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি