বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
গেইল আউটের তথ্য ফাঁস
Published : Monday, 11 December, 2017 at 11:08 AM, Update: 11.12.2017 8:06:22 PM

জয়নাল হাজারী ॥
গত শুক্রবার গেইল খুলনার সঙ্গে খেলায় অনেকগুলো রেকর্ড করেছিল। এই মৌসুমের সবচাইতে আনন্দদায়ক খেলা ছিল এটাই। খেলার পর পরই আনন্দকে আরো আনন্দদায়ক করার জন্য রংপুর রাইডার্স মালিক একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিল কিন্তু অনুষ্ঠানের প্রাণপুরুষ গেইল নিজেই সেই অনুষ্ঠানে যায়নি। অনেক অনুনয়বিনয়ের পরও শেষ পর্যন্ত কিছুতেই যায়নি। এদিকে সে দাবি করেছিল এবারের পাওনা পুরো টাকাটা পরিশোধের জন্য কিন্তু বিভিন্ন অযুহাত দেখিয়ে বলা হয়েছিল খেলা শেষ হওয়া মাত্রই সে তার পুরো পাওনাই পেয়ে যাবে। গেইল সেটি কিছুতেই মানতে রাজি হয়নি। সে বলেছিল গতবারের বরিশালের কাছেও তার কিছু টাকা বাকি রয়েছে। সুতরাং গেইল মাঠে নামার আগে থেকেই ক্ষুব্ধ ছিল। মাঠে নামার আগে বার বার অসুস্থ বলে মাঠেও নামতে চায় নি। ফলে কারো কারো ধারণা শুধু কুমিল্লার টাকা খেয়ে নয়, ক্ষোভ থেকেই গতকালের খেলায় অমনযোগি ছিল। খেলার আগের রাত ১০টা থেকে দিনের ১২টা পর্যন্ত সে রুম থেকে বের হয়নি। তার রুমে অন্যকেউ ছিল কিনা তা জানতে চাইলে হোটেল কর্তৃপক্ষ তা জানাতে অস্বীকৃতি জানায়। মোট কথা শুক্রবারের খেলার পর থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত তার আচার-আচারণে ভিন্নতা পরিলক্ষিত ছিল। এখন আজ যদি রংপুর জেতে সেক্ষেত্রে কাল বা পরশু ঢাকার সঙ্গে খেলায় গেইল কি ভূমিকায় অবতীর্ণ হয় সেটাই দেখার বিষয়।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি