বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, 2০২4
৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল
Published : Tuesday, 16 January, 2018 at 5:09 PM

রাষ্ট্রীয় মালিকানাধীন আটটি ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। একইসঙ্গে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা জানান।

এর আগে বেলা ১১টায় গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের দায়িত্বে থাকা সিলেকশন কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন। বৈঠকে সবার সম্মতিক্রমে নিয়োগ পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে, পরীক্ষার তারিখ নির্ধারিত হয়নি। এ সময় নিয়োগ পরীক্ষার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর নিয়োগ প্রক্রিয়ার জন্য ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে ব্যাংকার্স সিলেকশন কমিটি গঠন করে সরকার। কমিটিতে রাষ্ট্র মালিকানাধীন সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের সদস্য করা হয়।

গত শুক্রবার সরকারি তিনটি ব্যাংকের এক হাজার ৬৬৩টি পদের জন্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দুই লাখ ১৩ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। তবে, পরীক্ষার দিন থেকেই বিভিন্ন অভিযোগে বিক্ষোভ করে আসছিল পরীক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি