শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
শ্রীলঙ্কা গেল জাতীয় ক্রিকেট দল
Published : Sunday, 21 July, 2019 at 10:19 PM

ক্রীড়া ডেস্ক॥ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলোদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে দেশ ত্যাগ করে তামিম ইকবালের নেতৃত্বাধীন দল। এক ঝাঁক তারকা ক্রিকেটারকে ছাড়াই এই সফরে গেল বাংলাদেশ দল। দলের সেরা তারকা সাকিব আল হাসান আছেন ছুটিতে। তিনি এখন পরিবার নিয়ে ইউরোপে অবসর কাটাচ্ছেন। শেষ মুহূর্তে চোটে পড়েছেন নিয়মিত ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়া পিঠের চোটের কারণে দলের সঙ্গে যেতে পারেননি অলরাউন্ডার সাইফউদ্দিন। তার বদলে সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। আর মাশরাফির পরিবর্তে দলে সুযোগ পান অলরাউন্ডার ফরহাদ রেজা। এছাড়া উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাস আছেন বিয়ের ছুটিতে।
ঢাকা ছাড়ার আগে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে খেলতে হবে আমাদের। চোটে পড়ায় আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার এই সিরিজে যাচ্ছেন না। তাই এই দলের প্রমাণ করার অনেক কিছু আছে।’ বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, এনামুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।




সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি