শিরোনাম: |
ফাঁকা হতে শুরু করেছে ঢাকা
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সব সড়কগুলো স্বাভাবিক সময়ের চেয়ে অনেক ফাঁকা। বিশেষ করে গুলশান-১, ২ ও বনানীর সড়কগুলো একেবারেই ফাঁকা দেখা যায়। রাস্তার পাশের দোকানপাটগুলো বন্ধ দেখা যায়। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ পরিবার পরিজন নিয়ে কেউ বাস, ট্রেন আবার কেউবা লঞ্চ টার্মিনালের দিকে ছুটছেন। অন্যসময় ছুটির দিনে সড়কগুলোতে হাজারো মানুষের ভিড় থাকলেও আজ নেই সেই চিরচেনা ভিড়। রাজধানীর ব্যস্ততম ফার্মগেট, মিরপুর, মহাখালী, শাহবাগ, নিউমার্কেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাস স্টপেজে বাসের হেল্পারদের অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যাত্রী তুলতে দেখা যায়। অধিকাংশ বাসের সিট ছিল ফাঁকা। রাস্তাঘাট ফাঁকা থাকায় ভিআইপি সড়কে রিকশা চলাচল করতে দেখা যায়। মিরপুর থেকে মতিঝিলগামী বিটিসিএল পরিবহনের (১৫ নম্বর) যাত্রী আবদুল মতিন আরটিভি অনলাইনকে বলেন, অন্যদিন শুক্রবারও খুব ভিড় লেগে থাকে। কিন্তু আজ বাসের সিট ফাঁকা। তাই আমাদের মতো সাধারণ যাত্রীদের চলাচলে খুব সুবিধা হচ্ছে। |