শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
রোনালদোর দাবি, তার দাম ৩০০ মিলিয়ন!
Published : Thursday, 22 August, 2019 at 7:45 PM

ক্রীড়া ডেস্ক ॥
ফুটবলের দলবদলে এখন পর্যন্ত রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এই দামে দলে নিয়েছে। তবে পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করছেন, এখনকার যে বাজার, সেই হিসেবে সবচেয়ে বেশি দাম তারই হতো এবং সেটা ৩০০ মিলিয়ন ইউরোর কম নয় কিছুতেই। ২০০৯ সালে দলবদলের বিশ্বরেকর্ড গড়েছিলেন রোনালদোই। ৮০ মিলিয়ন ইউরোতে ম্যানেচস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে গিয়েছিলেন তিনি। আট বছর পর সেই টাকার অংকটা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে, ২০১৭ সালে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ায় পিএসজি। রোনালদোর বয়স এখন ৩৪। গত মৌসুমে জুভেন্টাস তাকে কিনেছে ১০০ মিলিয়ন ইউরোতে। পর্তুগিজ যুবরাজ মনে করছেন, তিনি যদি এখন তরুণ থাকতেন, তবে এই বাজারে তার মূল্য হতো ৩০০ মিলিয়ন ইউরোর মতো।পতুর্গিজ টিভিআইয়ের সঙ্গে সাক্ষাতকারে রোনালদোর কাছে জানতে চাওয়া হয়, বর্তমান বাজারে তার মূল্য কত হতো? জবাবে সিআরসেভেন বলেন, ‘এই সময়ের ফুটবলে? এটা হিসেব করা কঠিন। এখন প্রতিশ্রুতির উপর অনেক গুরুত্ব দেয়া হয়। ফুটবল এখন বদলে গেছে। আমি জোয়াও ফেলিক্সের দলবদলটা এক পাশে রাখতে চাই (এ মৌসুমে ১৯ বছর বয়সী উইঙ্গারকে ১২৬ মিলিয়নে বেনফিকা থেকে দলে ভিড়িয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ)।
এই সময়ে কিছু প্রমাণ না করা খেলোয়াড়ের দামও ১০০ মিলিয়ন। ফুটবলে এখন অনেক অর্থ।’
রোনালদো যোগ করেন, ‘একজন গোলরক্ষক, একজন সেন্টার ব্যাকও ৭০-৮০ মিলিয়নে বিক্রি হচ্ছে। আমি এটার পক্ষে নই। কিন্তু এমন এক পৃথিবীতেই আমরা বাস করছি। এখনকার বাজারই এমন, আপনাকে এটার প্রতি সম্মান দেখাতেই হবে। আমার চেয়ে বেশি রেকর্ড আর কোন ফুটবল খেলোয়াড়ের আছে? আমি মনে করি না, আমার চেয়ে বেশি রেকর্ড আর কোনো খেলোয়াড়ের আছে।’
সেই হিসেবে এই বাজারে তরুণ রোনালদোর দাম কত হতে পারতো, সেইরকম একটা হিসেবও করে ফেলেছেন পর্তুগিজ যুবরাজ। তিনি বলেন, ‘যদি আমার বয়স এখন ২৫ হতো, একজন গোলরক্ষকের যদি ৭৫ মিলিয়ন ইউরো দাম হয়; আর আমি গত কয়েক বছরে যা করেছি, এমন যদি কোনো খেলোয়াড় করতো, তবে তার দাম তো তিন থেকে চারগুণ হতো। এটা খুব সহজেই হতো। তবে আমার এমন কোনো ইচ্ছে নেই।’



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি