বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, 2০২4
রোমান সানার মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
Published : Wednesday, 18 September, 2019 at 9:05 PM

ক্রীড়া ডেস্ক ॥
এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং (স্টেজ-৩) আরচারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী আরচার রোমান সানার অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  (মঙ্গলবার) সন্ধ্যায় গণভবনে ডেকে নিয়ে রোমান সানাকে বরণ করেছেন প্রধানমন্ত্রী। তখন বঙ্গবন্ধু কন্যা রোমানের মায়ের অসুস্থতার খবর শুনে তার চিকিৎসার দায়িত্ব নেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী রোমান সানার সঙ্গে অনেকক্ষণ কথা বলেন এবং তার পরিবারের খোঁজখবর নেন। রোমান কিভাবে আরচার হলেন, লেখাপড়া কোথায় করেছেন- এমন অনেক খোঁজখবরই নিয়েছেন তিনি। গণভবন থেকে বেরিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী রোমান সানার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন। তিনি রোমানের আরচার হওয়া, তার লেখাপড়া এবং পরিবারের গল্প শুনেছেন। আগামীতে ভালো ফলাফল করতে হলে কি কি সুযোগ-সুবিধা প্রয়োজন তা জানতে চেয়েছেন। রোমানের মা অসুস্থ জানার পর বিস্তারিত খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকায় এনে কোন হাসপাতালে চিকিৎসা করালে ভালো হবে সে উপদেশও দিয়েছেন তিনি।’ ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে রোমানের স্বর্ণ পাওয়ার বিষয় উল্লেখ করে তাকে দোয়া করার অনুরোধ করেছিলাম। রোমান সানার জন্য এটা বিরাট অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী আরচারির সুযোগ সুবিধা বাড়ানোর নির্দেশও দিয়েছেন। আরচারি ফেডারেশন ২০২৩ সালে যুব বিশ্বকাপ আয়োজনের আগ্রহের কথা জানালে প্রধানমন্ত্রী সে অনুমতি দেন। তিনি এ বিশ্বকাপ কক্সবাজারে আয়োজনের উপদেশও দিয়েছেন। কারণ, সেখানে হোটেলের সুযোগ-সুবিধা অনেক ভালো।’
রোমান সানা আগামী বছর জাপানের টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। সেখানে রোমান সানার ভালো কিছু করার সম্ভাবনার কথাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন আরচারি ফেডারেশন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেয়ে রোমান সানা আনন্দে কথাই বলতে পারছিলেন না, ‘এই অনুভুতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার স্বপ্ন পূরণ হয়েছে।
 মাননীয় প্রধানমন্ত্রী আমার হৃদরোগে আক্রান্ত মায়ের চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা আমাকে আগামীতে আরো ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে।’ ক্রীড়া প্রতিমন্ত্রী আরো জানান, ‘প্রধানমন্ত্রী রোমান সানাকে আর্থিক পুরস্কারও দেবেন। তখনই প্রধানমন্ত্রী তার পিএসকে বলেছেন রোমান সানার জন্য একটা চেক তৈরি করতে।’


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি