মঙ্গলবার, ১৯ মার্চ, 2০২4
৫৪০ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলেছে ফেসবুক
Published : Thursday, 14 November, 2019 at 7:15 PM

আন্তর্জাতিক ডেস্ক ॥
সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যাবহার করে কারসাজি ও ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে রেকর্ড ৫৪০ কোটি অ্যাকাউন্ট মুছে দিয়েছে ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষ গতকাল বুধবার এক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, ভুয়া অ্যাকাউন্ট বিরোধী প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে রেকর্ড পরিমাণ অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভুয়া ও অবমাননাকর অ্যাকাউন্ট চিহ্নিত ও বন্ধ করে দিতে করতে আমরা আমাদের সক্ষমতা বাড়িয়েছে। এই চেষ্টা অব্যাহত থাকবে।’
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রায় ২৫০ কোটি অ্যাকাউন্টের মধ্যে ৫ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। আধুনিক প্রযুক্তি প্রয়োগের ফলেও এসব ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করা যায়নি। চলতি বছরের শুরুতে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট তৈরির হার ছিল সবচেয়ে বেশি। ফেসবুক বলছে, ‘আমরা ভুয়া অ্যাকাউন্ট সনাক্তের জন্য শক্ত এক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছি। যার মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট তৈরির চেষ্টা ঠেকিয়ে দেয়া হচ্ছে। আমরা প্রতিনিয়ত আমাদের এই প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি।’ সম্প্রতি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবাগ এক শুনানিতে হাজির হলে সিনেট ফেসবুকের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার দায়ে অভিযুক্ত করে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ ঘিরে ভুয়া খবর ছড়ানো ঠেকাতে ফেসবুক কী পদক্ষেপ নিচ্ছে তাও জানতে চাওয়া হয় শুনানিতে।
ফেসবুকের ট্রান্সপারেন্সি রিপোর্টে দেখা যাচ্ছে, চলতি বছরের শুরুতে ২০০ কোটি, এরপর এপ্রিল থেকে জুনে ১৫০ কোটি এবং জুলাই থেকে সেপ্টেম্বরে ১৭০ কোটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি হয়েছে ফেসবুকে। জাকারবার্গ বলেছেন, ‘আমরা ভুয়া কনটেন্ট শনাক্তে কঠোর প্রচেষ্টা চালাচ্ছি। তাই অনেক বেশি ভুয়া অ্যাকাউন্ট ধরা পড়ছে।’



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি