বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
চ্যাম্পিয়ন নেপাল, চতুর্থ বাংলাদেশ
Published : Friday, 15 November, 2019 at 5:29 PM

ক্রীড়া ডেস্ক ॥
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে ৩-০ সেটে মালদ্বীপকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো নেপাল। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম সেট ২৫-১৩, দ্বিতীয় সেট ২৫-১২ এবং তৃতীয় সেট ২৫-০৮ ব্যবধানে জিতে নেপাল। সব মিলিয়ে পাঁচ ম্যাচের সবগুলোই জিতে নেপাল। রানার্সআপ মালদ্বীপের পাঁচ ম্যাচের মধ্যে ৩টিতে জিতে, দুটিতে হারে।
দিনের প্রথম ম্যাচে (তৃতীয় স্থান র্নিধারণী) কিরগিজস্তানের কাছে সরাসরি ৩-০ সেটে হেরে চতুর্থ হয়েছে বাংলাদেশ। প্রথম সেট ২৫-১৩, দ্বিতীয় সেট ২৫-১৪ ও তৃতীয় সেট ২৫-১২ পয়েন্টে হেরে যায় মেয়েরা। সব মিলিয়ে পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হার নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।
আফগানিস্তানকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা মেয়েরা নিজেদের চতুর্থ ম্যাচে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়েছিল। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল ও মালদ্বীপের রাষ্ট্রদূত মিসেস আইসাথ শান শাকির।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি