শনিবার, ২০ এপ্রিল, 2০২4
বিপিএল খেলতে আন্দ্রে রাসেল এখন ঢাকায়
Published : Tuesday, 10 December, 2019 at 9:40 AM

ক্রীড়া ডেস্ক ॥
বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হটকেক ক্যারিবীয় দানব আন্দ্রে রাসেল। বিশ্বের প্রায় সবখানেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে অংশ নিয়ে থাকেন তিনি। সে ধারাবাহিকতায় নাম লিখিয়েছেন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে রাসেলকে দলে ভিড়িয়েছে রাজশাহী রয়্যালস। গত রোববার হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন। মাঠের খেলা শুরু হবে আগামীকাল (বুধবার) থেকে। এর আগেই বাংলাদেশে চলে এসেছেন রাজশাহীর তারকা খেলোয়াড় আন্দ্রে রাসেল। মূলত সোমবার ভোরেই ঢাকায় এসে পৌঁছেছেন এ ক্যারিবীয় তারকা। তবে ইচ্ছে করেই সেটি গণমাধ্যমে জানায়নি রাজশাহী রয়্যালস কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন দলটির মিডিয়া ম্যানেজার সাজিদ মুসতাহিদ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ বুধবারে হলেও, রাজশাহী মাঠে নামবে বৃহস্পতিবার। ১২ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনসের মুখোমুখি হবে লিটন দাস, আফিফ ধ্রুব, আন্দ্রে রাসেলদের রাজশাহী। এর আগে আজ (মঙ্গলবার) বেলা ৩টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে জার্সি উন্মোচন করবে দলটি। সেখানে উপস্থিত থাকবেন রাসেল। দলের আরেক বড় তারকা শোয়েব মালিক বাংলাদেশে আসবেন বুধবার।

রাজশাহী রয়েলস স্কোয়াড:


দেশি ক্রিকেটার : লিটন দাস (এ), আফিফ হোসেন ধ্রুব (বি), আবু জায়েদ রাহী (বি), ফরহাদ রেজা (বি), তাইজুল ইসলাম (এ), অলক কাপালি (সি), কামরুল ইসলাম রাব্বি (বি), ইরফান শুক্কুর (সি), মিনহাজুল আবেদিন আফ্রিদি (ডি), নাহিদুল ইসলাম (সি)।
বিদেশি ক্রিকেটার : রবি বোপারা, হজরতুল্লাহ জাজাই, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ইরফান, আন্দ্রে রাসেল (ড্রাফটের বাইরে), শোয়েব মালিক (ড্রাফটের বাইরে)।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি