শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
রাজনীতিতে এখন আসলের চেয়ে নকল বেশি
Published : Sunday, 19 January, 2020 at 10:21 PM

স্টাফ রিপোর্টার॥
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, দলমত-নির্বিশেষে সবাই মিলে সুন্দরভাবে দেশ গড়তে চাই। দেশটাকে সামনে এগিয়ে নেয়ার জন্য, আসুন সবাই একসঙ্গে মানুষের জন্য কাজ করি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের জন্য দরকার। তার কোনো বিকল্প নেই। আমরা ভালো না, রাজনীতিতে এখন আসলের চেয়ে নকল বেশি। তবে শেখ হাসিনা আসল মানুষ। তার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করবেন সবাই।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলীর নাভানা সিটি সেন্ট্রাল জামে মসজিদের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, ডিএনডি এলাকা আমাদের জন্য অভিশাপ। এটি দূর হবে। সার্কিট হাউজে সেনাবাহিনীর সঙ্গে বৈঠকের সময় তারা বলেছে আমাদের নারায়ণগঞ্জ একদিন অনেক সুন্দর হবে। প্রকল্পটা শেষ হলে ঢাকার চেয়ে আরও সুন্দর হবে ডিএনডি। তখন সিদ্ধিরগঞ্জ আধুনিক শহর হিসেবে পরিচিতি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি, নাসিক ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক হাসান, নাসিক ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকন ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক।




সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি