শুক্রবার, ২৬ এপ্রিল, 2০২4
মানুষের সাড়া পাচ্ছি
Published : Saturday, 18 January, 2020 at 10:25 PM

স্টাফ রিপোর্টার॥ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস শনিবার নবম দিনের মতো প্রচারণায় অংশ নিয়ে বলেছেন, ‘আমরা যেখানেই যাচ্ছি অভূতপূর্ব স্বতস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমাদের উন্নয়নের যে রূপরেখা দিয়েছি ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। আমরা আশাবাদী আগামী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে আমাকে বিজয়ী করবে। পাশাপাশি ৭৫টি ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিল প্রার্থীদের স্ব স্ব মার্কায় ভোট দিয়ে উন্নত ঢাকা গড়তে আমাদের সেবক হিসেবে নির্বাচিত করবে।’
শনিবার তিনি রাজধানীর যাত্রাবাড়ীর টনি টাওয়ারের সামনে থেকে প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত এক সভায় বক্তব্য দেন। শেখ তাপস বলেন, ‘আমরা নির্বাচিত হতে পারলে আগামী পাঁচ বছর ঢাকাবাসী মৌলিক নাগরিক সেবাসহ ঢাকাবাসীর জন্য ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে সততা-নিষ্ঠা এবং একাগ্রচিত্রে কাজ করবো। একটি পরিকল্পনার আওতায় আমরা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবো, সেবা করে যাবো।’ নৌকার প্রার্থী বলেন, ‘আমাদের এই প্রাণের ঢাকাকে উন্নত ঢাকা, আগামী ২০৪১ সাল নাগাদ আমরা গড়ে দেব এবং যে উন্নত বাংলাদেশ স্বপ্ন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন সেই উন্নত বাংলাদেশ রাজধানী হবে উন্নত ঢাকা।’
পথসভায় শেষ তিনি যাত্রাবাড়ী মোড় হয়ে ৫০নং ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করেন। এসময় তিনি ৫০নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিল প্রার্থী মাসুম মোল্লা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নাজমা আক্তারকে পরিচয় করিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কার্যনির্বাহী কমিটির সদস্য সানজিদা খানম, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনসহ স্থানীয় নেতারা।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি