বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
ওয়ানডে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি!
Published : Wednesday, 22 January, 2020 at 8:10 PM

ক্রীড়া ডেস্ক ॥
টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব বেশি দূরে নেই। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে এই বিশ্ব আসর। ছোট ফরমেটের ক্রিকেটে তাই আপাতত বেশি মনোযোগ দলগুলোর। তবে ভারত ভাবছে অন্যরকম। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বেছে নিচ্ছেন ওয়ানডে সিরিজকে। সামনে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি করে মোট ৬টি ওয়ানডে খেলবে ভারত। রবি শাস্ত্রী জানালেন, চলতি বছরের এই ওয়ানডেগুলোকেও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করার ক্ষেত্র বানাতে চান তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে ২০০৭ সালের ওই আসরের পর আর শিরোপা ছুঁয়ে দেখা হয়নি দলটির। বিশ্বকাপটা ভারতীয় দলের জন্য একটা ‘ঘোর’ হয়ে আছে।
রবি শাস্ত্রী মনে করেন, সেই ঘোর থেকে বেরিয়ে আসতে হবে কোনো মূল্যে। তার কথায়, ‘আমরা চাই টসে হার জিতের বিষয়টি যেন আমাদের খেলার সমীকরণ থেকে চলে যায়। আমরা পরিবেশ পরিস্থিতিকে মানিয়ে নিয়েই নিজেদের শ্রেষ্ঠ খেলাটা খেলতে চাই। আমরা বিশ্বের সব দেশে সফল হতে চাই। এটাই আমাদের আসল লক্ষ্য এবং এই লক্ষ্য পূরণ করতেই আমরা এগিয়ে চলেছি। আর হ্যাঁ, বিশ্বকাপ জেতা আমাদের দলের জন্যে একটি ঘোরের মতো হয়ে আছে এবং এই লক্ষ্য আমরা যেভাবেই হোক পূরণ করব।’
নিউজিল্যান্ডের মাটিতে আসন্ন সিরিজে ৫টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে আর দুটি টেস্ট খেলবে ভারত। সফরটি শুরু হবে ২৪ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি দিয়ে।
এরপর মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। রবি শাস্ত্রী চাইছেন, ভারতকে একটি দল হিসেবে দাঁড় করাতে। সবাই যেন নিজের কথা না ভেবে দলের জন্যই বেশি ভাবে।
ভারতীয় কোচের ভাষায়, ‘'আমি' শব্দটি আমাদের অভিধানে নেই। এটা হলো 'আমরা'। আমাদের দলটা এভাবেই ভাবে। আমরা একে অপরের অর্জনকে উদযাপন করি, কেননা এটাই আমাদের দলকে জেতায়।’
তাই ওয়ানডে ফরমেটটা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজে লাগানো সম্ভব বলে মনে করেন রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বিশ্বাস করি এটা খুবই সম্ভব।’



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি