শনিবার, ২০ এপ্রিল, 2০২4
গত আসরের ফাইনাল দিয়েই শুরু এবারের আইপিএল
Published : Sunday, 16 February, 2020 at 8:47 PM

ক্রীড়া ডেস্ক ॥
আইপিএলের নতুন আসর নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এরই মধ্যে আয়োজকরা ঘোষণা দিয়েছে, অনেক নতুনত্ব থাকবে টুর্নামেন্টটির তেরতম আসরে। যা শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে। এবার বেড়ে গিয়েছে টুর্নামেন্টের দৈর্ঘ্যও। প্রায় পঞ্চাশ দিন ধরে হবে খেলা। যা আগের আসরগুলোতে ৪০-৪২ দিনেই সীমাবদ্ধ ছিলো। এখনও পর্যন্ত এবারের আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি আইপিএল গভর্নিং কাউনসিল। তবে গণমাধ্যমে বেরিয়ে গেছে, সূচির চূড়ান্ত রূপ। যা তারা দিয়েছিল অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোকে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর অনুসন্ধানে, আনুষ্ঠানিক ঘোষণার আগেই জানা গেছে এবারের আইপিএলের সূচি। যেখানে দেখা যাচ্ছে, গত আসরের ফাইনাল ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আইপিএল। অবাক হওয়ার কিছু নেই। সেই ফাইনাল ম্যাচটিই আবার হবে না। বরং, ফাইনালের দুই দল মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস খেলবে এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে। তবে ফাইনাল ম্যাচটি হায়দরাবাদে হলেও, এবারের উদ্বোধনী ম্যাচ হবে মুম্বাইয়ের ঘরের মাঠে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ মার্চ থেকেই শুরু হবে এবারের আইপিএল। অথচ ১৮ মার্চ পর্যন্ত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ব্যস্ত থাকবে ভারতের ক্রিকেটাররা। মাত্র ১১ দিনের ব্যবধানেই খেলতে নামবে জমজমাট টুর্নামেন্ট। আইপিএলের ফাইনাল হবে ২৪ মার্চ।
এখনও পর্যন্ত সূচির আনুষ্ঠানিক ঘোষণা দূরে থাক, পুরো আসরের সূচিই প্রস্তুত করেনি আইপিএল গভর্নিং কাউন্সিল। অংশগ্রহণকারী দলগুলোকে দেয়া হয়েছে শুধু প্রথম পর্বের সূচি। জানানো হয়নি প্লে-অফ পর্বের খেলা কোথায় অনুষ্ঠিত হবে। আগামী ২৯ মার্চ থেকে শুরু হয়ে প্রথম পর্বের খেলা চলবে ১৭ মে পর্যন্ত।













সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি