বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
দ্বিতীয় দিনশেষে শক্ত অবস্থানে বাংলাদেশ
Published : Monday, 24 February, 2020 at 9:41 PM

ক্রীড়া ডেস্ক:
টানা হারের বৃত্তে ঘুরপাক খেতে খেতে জয়ের স্বাদটাই প্রায় ভুলতে বসেছে সাদা জার্সির টাইগাররা। টানা ছয় ম্যাচে লজ্জাজনক ব্যর্থতার পর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে মুমিনুল হকদের আশা জাগানিয়া ইনিংস কিছুটা হলেও দর্শকদের মন যোগাতে পারছে। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টটিই পারে বাংলাদেশের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে। তবে দেয়ালে পিঠ ঠেকে গিয়ে সেই ম্যাচে বেশ ভালোই করছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিনশেষে ৩ উইকেটে ২৪০ রান তুলেছে টাইগাররা। প্রথম ইনিংসে তারা পিছিয়ে আছে ২৫ রানে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২২৮ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল। যেখানে বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট নিয়েছিল স্পিনার নাঈম হাসান।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) ম্যাচের দ্বিতীয় দিনে চাকাভা ৭ এবং টিরিপানো ০ রান নিয়ে ব্যাট করতে নামেন। আগের দিনের সাখে ১৪ রান যোগ করার পর ৮ রানে থাকা টিরিপানোকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন পেসার আবু জায়েদ রাহী। ৪ রান বাদে অ্যাইন্সলে লোভুকে একই পথে ফেরত পাঠান এই ডানহাতি পেসার।
শেষদিকে চাকাভা কিছুটা প্রতিরোধ গড়োর চেষ্টা করেন। তবে জার্ল্টন শুভার পর শেষ ব্যাটসনম্যান হিসেবে ৩০ রানে থাকা চাকাভাকে ফিরিয়ে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ইতি টেনে দেন তাইজুল। ফলে ২৬৫ রানে গুঁটিয়ে যায় সফরকারীরা।
পরে জিম্বাবুয়ের বিপক্ষে সাইফ হাসানকে নিয়ে ব্যাটিংয়ে আসেন তামিম ইকবাল। তবে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা সাইফ একেবারেই সুবিধা করতে পারেননি, ফিরেছেন মাত্র ৮ রানে। এরপর শান্তকে নিয়ে দলের হাল ধরেন তামিম। দ্বিতীয় উইকেটে ৭৮ রান জড়ো করেন দু’জন।
তামিম ৪১ রানে আউট হয়ে গেলেও টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ফিফটি তুলে নেন শান্ত। তৃতীয় উেইকেটে মুমিনুল হকের সাথে ৭৬ রানের পার্টনারশিপের পর শান্ত আউট হন ৭১ রানে। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে দিনের বাকিটা সময় কাটিয়ে দেন টাইগার কাপ্তান মুমিনুল হক।
অর্ধশতক হাঁকানো দরীয় অধিনায়ক অপরাজিত আছেন ৭৯ রান নিয়ে। ৩ উইকেট হারিয়ে ২৪০ রানে দিন শেষ করা বাংলাদেশে পক্ষে ৩২ রানে উইকেট হাতে রেখে জিম্বাবুয়ে থেকে ২৫ রানে পিছিয়ে আবার ব্যাটিংয়ে নামবে স্বাগতিকরা।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি