শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
আমরা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি
Published : Sunday, 15 March, 2020 at 8:51 PM

বিনোদন ডেস্ক ॥
‘স্বীকার করি বা না করি আমরা একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। এটা সামনে কতটা ভয়াবহ হবে তা আমরা কেউ জানি না। করোনা, ডেঙ্গু বা যেকোনো মহামারির পরবর্তী সংকট হতে পারে বন্যা, খরা এবং দুর্ভিক্ষ।’—কথাগুলো বলেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। বিশ্বজুড়ে ছড়িয়েছে করোনা আতঙ্ক। এরই মধ্যে বাংলাদেশেও কয়েকজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাজন নানা ধরনের পোস্ট দিচ্ছেন। এ নিয়ে আঁখি আলমগীরও তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এ পোস্টে এসব কথা লিখেন এই শিল্পী। তিনি আরো লিখেন—‘আমরা সবাই টুকটাক যাই কাজ করি না কেন, এখন মোটামুটি বেকার। চাকরি তো করি না আমরা শিল্পী বা যন্ত্রশিল্পীরা। এখন সবাই হতাশায় নিমজ্জিত না হলেও, হবে। এরপরও ফেসবুকে অনেকেই সময় পার করার চেষ্টা করে, কেউ শেয়ার করে বেশি কেউ বা দেখে বা পড়ে বেশি। সবার বুদ্ধিমত্তাও সমান নয়। আমার একটা প্রশ্ন, আমরা সবার এত ভুল ধরি কেন? এত পারফেক্ট আমি বা আমরা যে সবাইকে শুধু আমার ছোট করতে হবে? কেন? কেউ মাতবরি করছে, ভুল কিছু দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে? আমরা তাকে ভালোভাবে শুধরে দেই। প্রকাশ্যে অপমান করে লাভ কি?’
সবার প্রতি অনুরোধ জানিয়ে আঁখি আলমগীর লিখেন—‘এই রোগে আমি বা আপনি বা খুব আপনজন যেকোনো সময় আক্রান্ত হতে পারি। তাই বলছি, সবাই একটু নমনীয় হই অন্যের প্রতি। ভীত হওয়া ভালো। মাথা নিচু রাখা ভালো। দেন, সবাই ভালো ছবি শেয়ার করেন, গল্প বা কবিতা বা কোনো দোয়া শেয়ার করেন, নতুন কোনো আপডেট দেন রোগ সংক্রান্ত। কিন্তু প্লিজ কাউকে নিয়ে তামাশা করবেন না। ইনবক্স পলিটিক্স বন্ধ করেন। আল্লাহকে ডাকেন, সৃষ্টিকর্তাকে ডাকেন। আর সাবধান হন। আমি আজকে ডঐঙ এর হাত ধোয়ার ভিডিও শেয়ার করেছি কারণ এভাবে আমরা সবাই হয়তো হাত ধুইনি আগে।
 চলেন একটু নমনীয় হই আমাদের চেয়ে যারা কম বোঝে তাদের প্রতি। মনুষ্যত্বের জয় হোক, ক্ষণজন্মা আমরা হাত আর কাপড় পরিচ্ছন্ন করার সময় মনটাকেও পরিষ্কার করি। বিশ্বাস করেন এখনই সময় বদলে যাওয়ার।’





সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি