শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
ফেনীতে পুরাতন কারাগার হচ্ছে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিন
Published : Tuesday, 24 March, 2020 at 9:13 PM

ফেনী প্রতিনিধি  ॥
ফেনীতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মতে প্রস্তুত করা হচ্ছে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিন। জেলা সদর সহ সবকটি উপজেলায় স্থানীয় প্রশাসন এটি তৈরি করছে। রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তার  জানান, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য ফেনীতে স্থান নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে পুরাতন জেলা কারাগারকে সম্ভাব্য স্থান নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। আজ-কালের মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা আসবে। জেলা প্রশাসন সূত্র জানায়, অপরাপর উপজেলা সমূহেও প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিন করছে সরকার। সদর উপজেলায় মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুল, ফুলগাজী যুব উন্নয়ন অধিদপ্তর, দাগনভূঞা উপজেলায় জেলা পরিষদের ডাক বাংলো প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিন হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিন মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুলে প্রাথমিক পর্যায়ে ১০ শয্যা তৈরি করা হচ্ছে।
 প্রয়োজন অনুসারে পর্যায়ক্রমে পুরো সুইমিংপুলকে কোয়ারেন্টিনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন।
অপরদিকে ছাগলনাইয়া উপজেলার পূর্ব হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে ১০ বেডের কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে বৃহস্পতিবার এই কোয়ারেন্টাইন সেন্টারটি খোলা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় কোয়ারেন্টাইন সেন্টার খোলার কথা নিশ্চিত করেছেন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শিহাব উদ্দিন। তিনি জানান, প্রাথমিকভাবে ১০ বেডের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন দেখা দিলে দ্রুত বেড সংখ্যা বাড়ানো যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের বলেন, করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে ফেরা প্রবাসীরা যদি এখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে চান তাহলে তাদেরকে এখানে রাখা হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য ১শ ৫শয্যার আইসোলেশন প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৩৫ শয্যা ও মহিপাল ট্রমা সেন্টারে ৩০ শয্যা, সোনাগাজীর মঙ্গলকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যা, জেলার অপর ৫ উপজেলা সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ শয্যা রাখা হয়েছে।


আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি