শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
বাইরে যাওয়া নিষেধ, তাই স্ত্রীই ‘নরসুন্দর’
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Monday, 6 April, 2020 at 8:15 PM

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসনের পক্ষ থেকে সকলকে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বাজারের সকল দোকানপাটও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ অবস্থায় চুল, দাড়ি, গোফ বড় হয়েছে এমন ছবি ফেসবুকে পোস্ট করছেন অনেকেই। কোনো সেলুন খোলা না থাকায়য় চুল কাটাতে পারছেন না কেউ।
এমন পরিস্থিতিতে স্বামীর চুল কেটে দিতে কেঁচি হাতে তুলে নিয়েছেন এক গৃহবধূ। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার পর ইতোমধ্যে ভাইরালও হয়ে গেছে। নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের কালিকাপুর মহল্লার তরুণ ব্যবসায়ী সমীর পালমা তার ব্যক্তিগত ফেসবুকে এই ছবি পোস্ট করেছেন।

ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন ‘বাড়িতে থাকি তাই বলে কি চুল কাটবো না....তাই বৌ এর হাতে কেঁচি তুলে দিলাম।’ স্ত্রী লাকি কস্তাও এটাকে বিপদকালীন সময়ে স্বামীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ হিসেবে মনে করে ফেসবুকে বিভিন্ন মানুষের পজিটিভ বা নেগেটিভ সব মন্তব্যকে সাদরে গ্রহণ করছেন। তবে ফেসবুকে বেশিরভাগ মানুষই এটাকে সম্মান দেখিয়ে স্ত্রীর প্রশংসা করে মন্তব্য করছেন।
ডানিয়েল চৌধুরী নামে একজন তার মন্তব্যে লিখেছেন, ‘এটা চীরস্থায়ী ভালোবাসার একটি প্রদর্শনী।’ হুমায়ুন কবীর লিখেছেন, ‘এমন লক্ষ্মী বৌ সকলের ঘরে থাকা দরকার।’
সাগর ডি কস্তা লিখেছেন, ‘এমন গুণবতী লাইফ পার্টনার কয়জনের ভাগ্যে জোটে, এমন ভালোবাসা ছুঁয়ে থাক দুজনের।’ সুফলা রোজারিও লিখেছেন, ‘নারী সব পারি, এটাই তার বাস্তব প্রমাণ।’ এ বিষয়ে ব্যবসায়ী সমীর পালমা বলেন, প্রয়োজনে আমিও স্ত্রীর ভ্রু প্লাগ বা মাথার চুলের বিউটি হেয়ার কাটিং করে দিতে প্রস্তুত আছি।
সমীরের স্ত্রী লাকী কস্তা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় ঘরে থাকাটাই জরুরি। এ অবস্থায় স্বামীর চুল ছেটে দিয়ে স্বামীকে ঘরে থাকার অনুপ্রেরণা দেয়ার প্রয়োজন থেকে এ কাজটি করেছি।

আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি