শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
শুধুমাত্র বাংলাদেশেই আমরা কোন সমর্থন পাই না : রোহিত
Published : Saturday, 16 May, 2020 at 10:08 AM

ক্রীড়া ডেস্ক ॥
বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট দলের ব্যাপারে একটা মিল আছে বলা যায়। দুই দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকরা এক কথায় নিজের পছন্দের দলের জন্য পাগল। বাংলাদেশ দল যখন যেখানেই খেলুক না কেন, স্টেডিয়ামে থাকে বাংলাদেশের সমর্থকদের ঢল। একই কথা প্রযোজ্য ভারতের ক্ষেত্রেও। দেশে খেলা হলে তো কথাই নেই। দেশের বাইরেও প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতিতে মনে হয়, নিজেদের মাঠেই খেলছেন তামিম ইকবাল, রোহিত শর্মারা। যার বড় প্রমাণ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ। খেলা হয়েছে ইংল্যান্ডে কিন্তু বাংলাদেশ ও ভারতের ম্যাচগুলোতে সব দর্শক যেন ছিল প্রবাসী বাংলাদেশি ও ভারতীয়রাই। তবে ভারতের ক্ষেত্রে ব্যতিক্রম শুধু একটি দেশে। সারাবিশ্বের সব দেশেই অনেক অনেক সমর্থকের দেখা পেলেও, বাংলাদেশের মাটিতে সমর্থক সংকটে ভোগেন ভারতীয় ক্রিকেটাররা। বাংলাদেশ দল ভারতে খেলতে গেলেও মাঠে টাইগার সমর্থকদের সরব উপস্থিতি মেলে।

কিন্তু ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে এলে মাঠে ‘ভারত! ভারত!’ স্লোগান দেয়ার মানুষ খুঁজেই পাওয়া যায় না বলতে গেলে। এটি কোন মনগড়া কথা নয়। খোদ ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মাই বলেছেন এটি। শুক্রবার রাতে তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে যুক্ত হয়েছিলেন রোহিত। আড্ডা আলাপচারিতায় উঠে আসে দর্শক-সমর্থক প্রসঙ্গ। তখনই নিজের এই আক্ষেপের কথা বলেছেন ডানহাতি এ ড্যাশিং ওপেনার। রোহিতের ভাষ্য, ‘আমি জানি বাংলাদেশের দর্শকরা কতটা নিবেদিতপ্রাণ। শুধুমাত্র বাংলাদেশেই আমরা কোন সমর্থন পাই না। বিশ্বের আর যে মাঠেই যাই না কেন, অনেক মানুষ থাকে আমাদের পক্ষে গলা ফাঁটানোর। কিন্তু শুধুমাত্র বাংলাদেশেই... হয়তো ১০০-২০০ মানুষ থাকে সবমিলিয়ে। (তামিমকে উদ্দেশ্য করে) তোমরা বাংলাদেশে এবং আমরা ভারতে যে সমর্থনটা পাই, এটার তুলনা হয় না।’


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি