বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Friday, 29 May, 2020 at 4:34 PM

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইসহাক (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় দুটি ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুরে কক্সবাজার র‌্যাব- ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেন।
নিহত মো. ইসহাক টেকনাফের সাবরাংয়ের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ডাকাত গ্রুপ জকির বাহিনীর সঙ্গে কাজ করছিলেন।
র‌্যাব- ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ভোররাতের দিকে টেকনাফের খন্দকারপাড়ায় ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ইসহাকের গুলিবিদ্ধ মরদেহ ও অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি