শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
ফেনীতে বৃষ্টিতে রোপা আমন ও রবিশস্যের ক্ষতি
Published : Monday, 26 October, 2020 at 7:38 PM

 ফেনী প্রতিনিধি ॥
তিনদিনের টানা বৃষ্টিতে ফেনীতে রোপা আমন ও রবিশস্য ফসলের ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। জমে যাওয়া জমিতে বৃষ্টির পানি দ্রুত সরাতে না পারলে ক্ষতির পরিমান বাড়বে বলে শংকা প্রকাশ করেছেন কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এবার জেলার ৬ উপজেলায় ৬৬ হাজার ৫২৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। চলতি মৌসুমে ধানের ভালো ফলনের আশা করলেও গত কয়েক দিনের মুষলধারে বৃষ্টিতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। এছাড়া শীতকালীন সবজি ১শ ২ হেক্টর, খিরা ১৫ হেক্টর, ধনিয়া ২ হেক্টর ও মাসকলাই ১ হেক্টর ক্ষতি হয়েছে। শীতকালীন সবজি ১ হাজার ৮শ ৪৫ হেক্টর, খিরা ৬১ হেক্টর, ধনিয়া ৮ হেক্টর ও মাসকলাই ৭ হেক্টর জমিতে আবাদ হয়েছে।
এর মধ্যে সদর উপজেলায় রোপা আমন ১৫৯৪০ হেক্টর পরিমান আবাদের মধ্যে ২০ হেক্টর, শীতকালীন সবজি ৬শ হেক্টরের মধ্যে ১০ হেক্টর, ছাগলনাইয়া উপজেলায় রোপা আমন ৯২৫০ হেক্টরের মধ্যে ৪৫ হেক্টর, শীতকালীন সবজি ১৬০ হেক্টরের.মধ্যে ৬০ হেক্টর, খিরা ৫ হেক্টর, ধনিয়া ২ হেক্টর ও মাসকলাই ১ হেক্টরের পুরোটিই আক্রান্ত হয়েছে। ফুলগাজীতে ৬২০৫ হেক্টরের মধ্যে ৩০ হেক্টর, শীতকালীন সবজি ৬০ হেক্টরের মধ্যে ২৫ হেক্টর, খিরা ২৫ হেক্টরের মধ্যে ১০ হেক্টর, পরশুরামে রোপা আমন ৫৮৫০ হেক্টরের মধ্যে ৩ হেক্টর, শীতকালীন সবজি ১৫০ হেক্টরের মধ্যে ২ হেক্টর, দাগনভূঞায় রোপা আমন ৮৫১০ হেক্টরের মধ্যে ৫ হেক্টর, শীতকালীন সবজি ১৭৫ হেক্টরের মধ্যে ২ হেক্টর, সোনাগাজীতে রোপা আমন ২০৯৭০ হেক্টরের মধ্যে ১৯ হেক্টর, শীতকালীন সবজি ৭শ হেক্টরের মধ্যে ৩ হেক্টর আক্রান্ত হয়েছে।
ফেনীস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী মানিক ফেনীর সময় কে জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপের ফলে ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অতিমাত্রায় বৃষ্টি হয়েছে। এতে ক্ষতি হওয়া ফসলের ক্ষেতের তালিকা গতকাল রবিবার প্রাথমিকভাবে চূড়ান্ত করেছি এবং কৃষকদের পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছি। পানি নেমে যাওয়ার চূড়ান্ত ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে।
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি