শুক্রবার, ১৯ এপ্রিল, 2০২4
ইসলামকে অপমান করায় ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব ইরানের
Published : Tuesday, 27 October, 2020 at 5:06 PM

 আন্তর্জাতিক ডেস্ক ॥
ইসলাম ও মুহাম্মদ (সা.) কে অপমান করায় প্রতিবাদ জানাতে তেহরানে ফ্রান্সের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ‍বিবৃতিতে এ কথা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বজুড়ে মুসলিমদের অনুভূতিতে আঘাত দেয়ায় ফ্রান্সের রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটির কর্তৃপক্ষের কাছে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ বিষয়ক উপ-মহাপরিচালকের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতার নামে ইসলাম ভীতি ও র্ঘণা ছড়িয়ে দেয়া গভীরভাবে দুঃখজনক, অথচ এর মাধ্যমে যোগাযোগ, সহানুভূতি এবং সহাবস্থানকে প্রমোট করা উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, চরমপন্থীদের কর্মকাণ্ডের যে ‘অযৌক্তিক প্রতিক্রিয়া’ দেখিয়েছে ফরাসি কর্মকর্তারা তা কেবল ‘বিরুদ্ধবাদী মনোভাব বৃদ্ধির’ ক্ষেত্র তৈরি করবে। সেখানে বলা হয়, ফ্রান্সের কর্তৃপক্ষের কাছে ইরানের প্রতিবাদ পৌঁছে দেয়া হবে বলে ফ্রেঞ্চ রাষ্ট্রদূত তেহরানের কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন। মহানবী (সা.) এর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের অধিকার ব্যাখ্যা করার পর হত্যাকাণ্ডের শিকার হন ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটি। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। এরপর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তার দেশ এ ধরনের কার্টুন ছাপানো থেকে বিরত থাকবে না।

এর জবাবে কুয়েত, কাতার, জর্ডান, মরক্কো ও ‍তুরস্কসহ বেশ কয়েকটি মুসলিম দেশ ফ্রান্সের পণ্য বর্জন করতে তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানায়। তবে ইরান এখনও পণ্য বর্জনের পথে হাঁটেনি। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মুহাম্মদ (সা.)-এর কার্টুনকে সমর্থন করে মাক্রোঁ চরমপন্থীদের উৎসাহিত করছেন।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি