শিরোনাম: |
এক লাখ ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার, চারজনের কারাদণ্ড
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() পিপি বলেন, কারাদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন মো. হাসান আলী, জসীমউদ্দীন, সালাউদ্দিন ও মিজানুর রহমান। এজাহার থেকে জানা গেছে, ২০১৮ সালের ১৫ মার্চ এক লাখ ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তারা হাজারীবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। এরপর ওই বছরের ১৪ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। অভিযোগ গঠনের পরে ১৮ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। |