শিরোনাম: |
দুই স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() মঙ্গলবার রাতে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের নিজবাড়ি এলাকায় এই দুই বিশোরীকে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে বুধবার বিকালে তেঁতুলিয়া থানায় ছয়জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। তেঁতুলিয়া থানার ওসি জহুরুল ইসলাম মামলার এজাহারের বরাতে বলেন, মঙ্গলবার সকালে প্রেমের সম্পর্কের জেরে দুই কিশোরীকে প্রলোভন দিয়ে বেড়াতে নিয়ে যান আনোয়ার হোসেন ও ওমর ফারুক ইমন। দিনের বেলায় তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় ঘোরাফেরার পর রাতে দুই কিশোরীকে সোহাগ নামে এক যুবকের সহযোগিতায় নিজবাড়ি এলাকার একটি বাড়িতে নিয়ে এক কিশোরীকে তার কথিত প্রেমিক ধর্ষণ করেন। অপর কিশোরীর চিৎকারে স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে। তাদের কথিত প্রেমিকরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ বুধবার দুপুরে ভজনপুর থেকে ইমন, আনোয়ার ও তাদের সহযোগী সোহাগকে আটক করে বলে জানান ওসি জহুরুল। তিনি বলেন, মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। দুই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। |