শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
ফেনীতে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের নামে মামলা
Published : Sunday, 3 January, 2021 at 8:28 PM

ফেনী প্রতিনিধি ॥
 ফেনীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহআলম খোন্দকার প্রকাশ সাহাব উদ্দিন (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত সাহাব উদ্দিন ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের ৭নম্বর ওয়ার্ডের সদস্য। রোববার (৩ জানুয়ারি) বিকেলে নির্যাতিতা গৃহবধূ নিজেই মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজহারে বাদী উল্লেখ করেন, ‘ইউপি সদস্য সাহাব উদ্দিন সর্ম্পকে তার দূরসম্পর্কের চাচা শ্বশুর। দীর্ঘদিন ধরে তিনি তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৩০ ডিসেম্বর বিকেল ৩টায় তার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। পরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মারধর করে এবং শরীরে বিভিন্ন স্থানে মারাত্বক জখম করে। ওই গৃহবধূর শ্বশুর-শাশুড়ি ঢাকায় থাকার সুবাধে পরিকল্পিতভাবে সাহাব উদ্দিন এ কাজ করেছেন।

পরে স্থানীয়রা চলে আসায় আসামি সাহাব উদ্দিন মেম্বার সরে পড়েন এবং হুমকি দেন, এ বিষয়ে থানায় কোনো ধরনের মামলা মোকদ্দমা করলে ফের ধর্ষণ করবে এবং মেরে মরদেহ গুম করে দেবে বলে হুমকি দেন। ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওমর হায়দার বলেন, এ বিষয়ে নির্যাতিতা গৃহবধূ ৯ (৪) (খ) ২০০০ সালের নারী ও শিশু নির্বাতন দমন আইন সংশোধনী ২০০৩ তৎসহ ৪৪৮/৩২৩/৫০৬ পেনাল কোড ১৮০০ ধারায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে পুলিশ তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেবে। এ বিষয়ে অভিযুক্ত সাহাব উদ্দিন মেম্বার অভিযোগ অস্বীকার করে বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। আমি ষড়যন্ত্রের স্বীকার। সামনে আমার ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমার প্রতিপক্ষ শক্তি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি