শিরোনাম: |
তীরে এসে তরী ডুবলো মেসিদের
|
![]() লা লিগায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে হোঁচট খেলো বার্সেলোনা। শেষ মূহূর্তে গোল হজম করে কাদিজের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে স্প্যানিশ জায়ান্টরা। রোববার শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে কাদিজকে কোনঠাসা করে কাতালানরা। ক্লাবের হয়ে সবচেয়ে বেশি লিগ ম্যাচ খেলার রেকর্ড গড়ার ম্যাচে ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন লিওনেল মেসি। তবে এই লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ৮৯ মিনিটে মিনিটে পেনাল্টি থেকে গোল করে কাদিজকে সমতায় ফেরান অ্যালেক্স ফের্নান্দেজ। বাকী সময় আর গোল না হওয়ায় সমতা নিয়ে মাঠ ছাড়ে উভয় দল। মেসি-গ্রিজমানদের রুখে দিয়ে বিশেষ নজর কেড়েছেন কাদিজের আর্জেন্টাইন গোলরক্ষক জার্মিয়াস লেদেসমা। এই ড্র’য়ে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে বার্সেলোনা। ২৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে কাদিজ। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। |