শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
নিউ সাউথ ওয়েলসকে হারিয়ে চ্যাম্পিয়ন কুইন্সল্যান্ড
Published : Sunday, 18 April, 2021 at 8:13 PM

ক্রীড়া ডেস্ক ॥
অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর শেফিল্ড শিল্ডের ফাইনাল ম্যাচে নিউ সাউথ ওয়েলসকে ইনিংস এবং ৩৩ রানে হারিয়ে দুই বছর পর চ্যাম্পিয়নের স্বাদ পেল কুইন্সল্যান্ড। এটি তাদের নবম শেফিল্ড শিল্ড ট্রফি। অন্যদিকে ইতিহাসে সর্বোচ্চ ৪৭ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নিউ সাউথ ওয়েলস।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রান অলআউট হলে জবাবে ব্যাট কতে হলে ৩৮৯ রান তুলে কুইন্সল্যান্ড। ফলে ফলোঅনে পড়ে সর্বোচ্চ শিরোপাধারীরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করেতে নেমে ২১৩ থামে তাদের ইনিংস। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি নিউ সাউথ ওয়েলসের ব্যাটসম্যানরা। মাইকেল নেসারের ৫ উইকেট ও জ্যাক ওয়াইল্ডারমুথ ৪ উইকেট নিলে ভেঙে যায় ওয়েলসে ব্যাটিং লাইনআপ। দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক কার্টিস প্যাটারসন।
জবাবে কুইন্সল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে দাঁড় করায় ৩৮৯ রানের বিশাল সংগ্রহ। যেখানে প্রায় অর্ধেক রান একাই করেন লাবুশেন। ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরিতে ৩৫৩ বল খেলে ১৯২ রান করেন তিনি। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান আসে ওপেনার ব্রাইস স্ট্রিটের ব্যাট থেকে।
লাবুশেনের সেঞ্চুরিতে কুইন্সল্যান্ডের লিড দাঁড়ায় ২৫৬ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে এই লিড আর টপকাতে পারেনি নিউ সাউথ ওয়েলস। তারা অলআউট হয়েছে ২১৩ রানে। এবার সর্বোচ্চ ৪০ রান করেন ড্যানিয়েল হিউজ। বল হাতে ৩টি করে উইকেট নেন মিচেল সুয়েপসন, জাভিয়ের বার্টলেট ও ব্রেন্ডন ডগেট। লেবুশানে ম্যাচ সেরা নির্বাচিত হন।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি