শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
সোনাগাজী পৌরসভা নির্বাচন: প্রচার-প্রচারণা শেষ, সোমবার ইভিএমএ ভোট গ্রহণ
Published : Sunday, 19 September, 2021 at 7:04 PM

ফেনী প্রতিনিধি ॥
সোনাগাজীতে পৌরসভা নির্বাচনের শেষ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা।  প্রচারনার শেষ মুহুর্তে প্রার্থীরা ছুটে বেড়িয়েছে ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ফুরফুরে মেজাজে থাকলেও দলের একাধিক বিদ্রোহীসহ অন্য তিন প্রার্থী সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আগামী ২০ সেপ্টেম্বর সোমবার এ পৌরসভায় ইভিএমএ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল হক জানান, নির্বাচনে মেয়র পদে লড়ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভেকেট রফিকুল ইসলাম খোকন, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) মোবাইল প্রতীকে আবু নাসের, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) জগ প্রতীকে শেখ সেলিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা হিজবুল্লাহ।

তিনটি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে একটিতে বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী হলেও অপর দুটি ওয়ার্ডে লড়ছেন চারজন প্রার্থী। ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন প্রার্থী। সোনাগাজী উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা ইভিএম মেশিনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এ পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৯৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১২৭ জন ও নারী ভোটার ৭ হাজার ৮৫৮ জন। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, ভোটের দিন আইন-শৃঙ্খলা রক্ষায় সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।

সকল ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীর নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। পুলিশের পাশাপাশি ভোটের দিন র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এএম জহিরুল হায়াত বলেন, ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থীদের সাথে জেলা প্রশাসকসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল উধ্বর্তন কর্মকর্তারা মতবিনিময় করে প্রার্থীদের সহযোগীতা চেয়েছেন।

এদিকে নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভেকেট রফিকুল ইসলাম খোকন জয়ের বিষয়ে শতভাগ আশা জানিয়েছেন। অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবু নাছের সংবাদ সম্মেলন করেন বলেন, প্রতিপক্ষের হুমকি-ধমকিতে পৌর নাগরিকরা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে রয়েছেন। একই সাথে অপরবিদ্রোহী প্রার্থী জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ সেলিমও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবী তুলেছেন। তবে এ নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টিসহ বৃহদ কয়েকটি দল অংশ নিচ্ছে না।
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি