বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের ফাঁসি
Published : Monday, 27 September, 2021 at 8:06 PM

জেলা প্রতিনিধি ॥
পাবনায় অটোরিকশা চালক মানিক হোসেন (২০) হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদ- ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার নাজিরপুর গ্রামের সুলতান প্রামাণিকের ছেলে স্বপন হোসেন (২০) ও একই গ্রামের ইকরাম প্রামাণিকের ছেলে ইকবাল প্রামাণিক (২০)। নিহত অটোরিকশা চালক মানিক সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। মামলার এজাহারের বরাত দিয়ে সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন বলেন, ২০১৭ সালে ২৬ ফেব্রুয়ারি মানিক তার অটোরিকশা নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরের দিন ২৭ ফেব্রুয়ারি রাখালগাছি গ্রামের একটি ধান ক্ষেতের মধ্যে তার মরদেহ পাওয়া যায়।  ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে তার অটোরিকশাটি নিয়ে যায়। নিহত মানিকের বাবা ওই দিন রাতে সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশি তদন্তে জড়িত সন্দেহে ইকবাল ও স্বপনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা মানিককে হত্যার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের বিচারক দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে অভিযুক্ত ২ আসামি স্বপন ও ইকবালকে মৃত্যুদ- দেন এবং আরো ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ২ আসামি উপস্থিত ছিলেন।
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি