শিরোনাম: |
র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞা, মার্কিন রাষ্ট্রদূতকে তলব
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (যুক্তরাষ্ট্র) অতিরঞ্জিত কোনো খবরের ওপর ভিত্তি করে এটা করেছে। এই নিষেধাজ্ঞা দেওয়াটা বস্তুনিষ্ঠ নয়। এর আগে শুক্রবার (১০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এসব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞারা তালিকায় রয়েছেন- র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, র্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার লতিফ খান। |