শিরোনাম: |
মেয়রের গাড়ি থেকে প্রায় ৭৫ কোটি টাকার কোকেন উদ্ধার!
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() রোববার (২ জানুয়ারি) সরকারি গাড়িতে করে কোকেন নিয়ে দেশটির আগাদেজের মরু বাণিজ্য কেন্দ্রের উত্তরাঞ্চলে যাওয়ার সময় একটি চেকপয়েন্টে তল্লাশি চালানো হলে এই মাদক উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে মেয়র ও তার গাড়িচালক দু’জনেই উপস্থিত ছিলেন। এরপরই ১৯৯টি কোকেনের বান্ডিলসহ তাদের গ্রেফতার করা হয়। সোমবার বিষয়টি প্রকাশ করলেও এ বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির পুলিশ। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা থেকে ইউরোপে মাদকদ্রব্য পাচারের ট্রানজিট হিসেবে কাজ করছে পশ্চিম আফ্রিকার দেশগুলো। এর আগে গত অক্টোবরে সেনেগাল উপকূলে একটি জাহাজ থেকে দুই টনেরও বেশি কোকেন উদ্ধার করা হয়। |