বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
মরহুম জয়নাল হাজারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Thursday, 13 January, 2022 at 4:26 PM

গত ১১ জানুয়ারী ২০২২ ইং মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় ফেনীবাসি-ঢাকার উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে মরহুম জয়নাল হাজারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সভা,খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বীর মুক্তিযোদ্ধা হোসেন আহমেদের সভাপতিত্বে আবদুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী- ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী রহিম উল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফিকামলি তত্ত্বের জনক,বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক গবেষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ড: আব্দুল ওয়াদুদ,মাস্টার এক্সপ্রেস এর চেয়ারম্যান সিরাজুল মোস্তফা চৌধুরী,বীর মুক্তিযুদ্ধ ফখরুল ইসলাম,প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক সলিমুল্লাহ,নিউ এজ পত্রিকার চিফ এডিটর,আক্তার হোসেন মাসুদ,বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম ভূঁইয়া, দৈনিক হাজারিকা প্রতিদিন এর সাংবাদিক জয় আরিফঃ বিশিষ্ট ব্যাংকার মঞ্জুরুল আলম টিপু,বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পেপার মার্চেন্ট এন্ড ইন্ক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক নুরুল আফসার সেলিম,বেলায়েত হোসেন,হাসান মাসুদ,কাজী আবু হানিফ, মিশুক,বাপ্পী,লিটন,জামিল হোসেনসহ ফেনীর আরো অনেক গৌন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত দোয়ার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে ড.আব্দুল ওয়াদুদ দাবী তুলেন ফেনীর ট্রাংরোড রাস্তাটি  মরহুম জননেতা জয়নাল হাজারীর নাম করনে করা হোক যাতে করে জয়নাল হাজারী সুধু ফেনীর গর্ব নয় তথা সারা বাংলাদেশের গর্ব, ট্রাংরোড রাস্তাটির নাম করণের মধ্য দিয়ে পুরো ফেনী বাসী জয়নাল হাজারী’কে সারাজীবন মনে রাখবে।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি